Last Updated: December 27, 2012 22:06

নিমেষে শেষ হয়ে গেছে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট। বুধবার রাতে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু করা হয়েছিল বুধবার রাতে। মাত্র তিনহাজার টিকিট নিমেষের মধ্যে শেষ।
সিএবির পক্ষ থেকে জানানো হয়েছিল,একজন কেবলমাত্র একটা টিকিটের জন্যই আবেদন জানাতে পারবেন। নিমেষের মধ্যে সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় খুশি সিএবি কর্তারা। তবে টিকিট নিয়ে কালোবাজারির কোনও সম্ভাবনা দেখছেন না কর্তারা।
First Published: Thursday, December 27, 2012, 22:06