Last Updated: Sunday, January 13, 2013, 21:37
প্রথমে কানপুরে না হওয়ায় সেই টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে আয়োজন করার কথা ছিল। কিন্তু রোটেশনের নিয়মে সেই ম্যাচ ভারত-অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্ট ইডেনে করার ব্যাপারে এখনও আশাবাদী সিএবি কর্তারা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে তারা টেস্টের আয়োজন করতে পারবে না। এরপর বিসিসিআই এই টেস্ট হায়দরাবাদে করার সিদ্ধান্ত নিয়েছে।