ইডেন বিতর্কের অবসান

ইডেন বিতর্কের অবসান

ইডেন বিতর্কের অবসান ইডেনকে ম্যাচ করার ছাড়পত্র দিল পূর্ত দফতর।গতকাল সিএবির যুগ্মসচিবের সঙ্গে পূর্ত সচিবের বৈঠকের পর ইডেনকে ফিট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরী হয়।ছাড়পত্র দেওয়ার জন্য পূর্ত দফতরকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল সিএবি।না হলে ম্যাচ সরে আসার হুমকি দিয়েছিল তাঁরা।তবে চব্বিশ ঘন্টার মধ্যেই সব সমস্যা মিটিয়ে দিয়ে ইডেনকে ম্যাচ করার ছাড়পত্র দিল রাজ্য পূর্ত দফতর।পূর্তমন্ত্রী সুব্রত বক্সি জানিয়েছেন,সিএবির স্টেডিয়াম কমিটিতে রাখা হবে পূর্ত সচিব ও একজন ইঞ্জিনিয়ারকে।এর ফলে সারা বছর ইডেনে নজরদারি রাখতে পারবে রাজ্য সরকার। গোটা ঘটনার থেকে পরিষ্কার নির্মান বা সংস্কার সংক্রান্ত কোন বিষয় নয়,কমিটিতে নিজেদের প্রতিনিধিকে ঢোকানোর জন্যই ছাড়পত্র আটকে রেখেছিল পূর্ত দফতর।একই সঙ্গে কিশোরভারতী স্টেডিয়াম সংস্কারের জন্য আঠাশ সদস্যর
একটি কমিটি গড়ার কথা জানিয়েছেন পূর্তমন্ত্রী।কমিটির চেয়ারম্যান মন্ত্রী মনীশ গুপ্ত।

First Published: Thursday, October 13, 2011, 16:36


comments powered by Disqus