বিধানসভায় পাশ হল শিক্ষা বিল

বিধানসভায় পাশ হল শিক্ষা বিল

বিধানসভায় পাশ হল শিক্ষা বিল১৩৮টি সংশোধনী প্রস্তাব এনে বিধানসভায় বিতর্কিত শিক্ষা বিল পাশ করিয়ে নিল রাজ্য সরকার। বহু বিতর্কিত এই বিল এর আগেই অর্ডিনান্স আকারে এনেছে সরকার।

সরকারের বক্তব্য, এই বিল শিক্ষাক্ষেত্র থেকে দলতন্ত্র দূর করে আনবে গণতন্ত্র। কিন্তু সরকারের এই দাবি বাম শিক্ষাবিদদের পাশপাশি তথাকথিত ডানপন্থী শিক্ষাবিদরাও মানতে নারাজ। তাঁদের অভিযোগ, এই আইন কার্যকর হওয়ার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি কার্যত সরকারের ক্রীড়নক সংস্থায় পরিণত হবে। অবলুপ্তি ঘটবে গণতন্ত্রের।

First Published: Thursday, December 29, 2011, 19:52


comments powered by Disqus