Last Updated: Friday, November 11, 2011, 22:38
রাজ্য সরকারে আনা শিক্ষা অর্ডিনান্সের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানাল অর্ডিনান্স তৈরির জন্য গঠিত কমিটির দুই সদস্য। আজ অনুপ বন্দ্যোপাধ্যায়, অশোকেন্দু সেনগুপ্ত সহ বহু শিক্ষাবিদ এই অর্ডিনান্সের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।