Last Updated: April 13, 2013 20:49

আইপিএলকে প্রচারের কাজে লাগাতে ওস্তাদ বলিউডের নায়ক নায়িকারা। বলিউডের নায়ক- নায়িকারা আইপিএলের টিমের মালিক। তাদের সমর্থন করতে মাঠে হাজির থাকেন তারাকরা। তাতে প্রচার মেলে খুব। সচিন, মালিঙ্গা, গম্ভীরদের পাশাপাশি তাদের নিয়েও আলোচনা হয়। তাই আইপিএলকে ভারী পছন্দ করে বলিউড। কিন্তু বলিউডের `খাল্লাস গার্ল` (ইষা কোপিকার) হাঁটলেন উল্টো পথে।
বলিউডের সেক্স বোম্ব নামে পরিচিত ইষা কোপিকার বললেন, তাঁর আইপিএল দেখতে মোটেও ভাল লাগে না। কারণ কোপিকারের মতে এতে শহরে শহরে ম্যাচ হওয়ার ফলে দেশভাগের একটা গন্ধ থাকে। যেটা খুবই বিরক্তকর। খাল্লাস গার্লের কাছে বিশ্বকাপ ক্রিকেট অনেক পছন্দের কারণ সেখানে দেশের আবেগ থাকে। তাঁর মতে আইপিএল ঠিক উল্টো কারণ এখানে নাকি দেশভাগের ব্যাপার আছে।
ইষার আইপিএল অ্যালার্জিটা নিয়ে অনেকই অবাক হচ্ছেন। কারণ বলিউড তো আইপিএল থেকে লাভবানই হয়। তবে কে জানে এটা হয়তো প্রচার পাওয়ার অন্য একটা কৌশল। যেখানে কারও বিরোধিতা করলেও বিস্তার প্রচার মেলে।
First Published: Monday, April 15, 2013, 17:50