Last Updated: Saturday, April 13, 2013, 20:49
আইপিএলকে প্রচারের কাজে লাগাতে ওস্তাদ বলিউডের নায়ক নায়িকারা। বলিউডের নায়ক- নায়িকারা আইপিএলের টিমের মালিক। তাদের সমর্থন করতে মাঠে হাজির থাকেন তারাকরা। তাতে প্রচার মেলে খুব। সচিন, মালিঙ্গা, গম্ভীরদের পাশাপাশি তাদের নিয়েও আলোচনা হয়। তাই আইপিএলকে ভারী পছন্দ করে বলিউড। কিন্তু বলিউডের `খাল্লাস গার্ল` (ইষা কোপিকার) হাঁটলেন উল্টো পথে।