Last Updated: July 27, 2013 18:57

ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মিশর। গদিচ্যুত প্রেসিডেন্ট মহম্মদ মুরশির অনুগামীদের সঙ্গে বিদ্রোহীদের দফায় দফায় সংঘর্ষে কায়রোতে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০০০ জন।
মুরশির সমর্থক এবং বিরুদ্ধ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তপ্ত তাহরির স্কোয়ারও। মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ এল হাদাদ মন্তব্য করেছেন সেনার বিরুদ্ধেই অভিযোগ করেছেন। তিনি বলেছেন সেনা আহত করার জন্য নয়, হত্যা করার জন্যই গুলি ছুঁড়েছে।কায়রোতে ক্ষমতাচ্যুত নেতা মহম্মদ মুরশির সমর্থনে মাসখানেক ধরেই উত্তাল কায়রো।
First Published: Saturday, July 27, 2013, 18:57