Last Updated: Friday, July 5, 2013, 21:27
প্রত্যাশিত সংঘাত শুরু হয়ে গেল মিশরে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে তাঁর পদে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে প্রেসিডেন্সিয়াল গার্ডদের অফিসার্স ক্লাবের সামনে আজ হাজির হয় মুসলিম ব্রাদারহুডের মিছিল। জনতা অশান্ত হয়ে উঠলে মিছিলের ওপর গুলি চালায় নিরাপত্তারক্ষীরা।মৃত্যু হয় প্রেসিডেন্টের দলের তিন সমর্থকের। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে সামরিক বাহিনীর পাহারাধীনে রাখা হয়েছে। তাঁকে রাখা হয়েছে প্রেসিডেন্সিয়াল গার্ডদের অফিসার্স ক্লাবে।