Last Updated: April 28, 2014 16:28

মুসলিম ব্রাদারহুড নেতা মহম্মদ বাদি সহ ৬৮২ জন ইসলামপন্থীদের মৃত্যুদণ্ডের আদেশ দিল মিশরের এক আদালত। এই একই আদালত চলতি বছরের মার্চ মাসে ৪৯২ জনের মৃত্যদণ্ডের আদেশ দিয়েছিল। ৩৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গত বছর ১৪ অগাস্ট দক্ষিণ মিনয়ার পুলিসদের খুন ও খুন করার অভিযোগে গ্রেফতার করা হয় মুসলিম ব্রাদার হুডের হাজারো সমর্থকদের। ওই দিন পুলিসের গুলিতে কায়রোতে শতাধিক মুর্সি পন্থী প্রাণ হারান।
গত বছরের জুলাই মাসে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর আগস্ট মাসে ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদিকে গ্রেফতার করা হয়।
এর আগে, একই আদালত ৪৯২ জনের মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছে। গত মার্চ মাসে ৫২৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। তাদের মধ্যে থেকে ৪৯২ জনের মৃত্যুদণ্ডের আদেশ পরিবর্তন করা হয়। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়।
First Published: Monday, April 28, 2014, 16:28