Last Updated: Monday, March 24, 2014, 15:19
একসঙ্গে ৫২৯ জনকে ফাঁসির আদেশ দিল দক্ষিণ মিশরের এক আদালত। ইসলামপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুরসির সমর্থক ওই ৫২৯ জনের বিরুদ্ধে অভিযোগ পুলিসকে আক্রমণ আর খুন করা। আদালতে মাত্র দুটো সেশনের পরই ৫৪৫ জনের মধ্যে ৫২৯ জনকে হিংসা ছড়ানোর দায়ে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের আইনজীবীরা অভিযোগ, তারা আদালতে বক্তব্যই পেশ করতে পারেননি।