Last Updated: August 20, 2012 09:30

আজ খুশির ইদ। পবিত্র রমজান মাস শেষে ইদ-উল-ফিতর উত্সবে আজ মাতোয়ারা বিশ্বের আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষ। নতুন পোষাক। মিষ্টিমুখ। রকমারি রান্না আজ ঘরে ঘরে। সম্প্রীতির উত্সবে সামিল ৮ থেকে ৮০। ইদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং।
অন্যদিকে ইদ উপলক্ষে অসমে আঁটোসাটো নিরাপত্তা জারি রয়েছে। কোকড়াঝাড়, ধুবরি, চিরাংয়ে অতিরিক্ত সতর্কতা জারি করেছে তুণ গগৈ সরকার সরকার। সম্প্রীতির উত্সব ইদে সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সাম্প্রতিক গোষ্ঠীসংঘর্ষের প্রেক্ষিতে ইতিমধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে এক হাজার কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মুসলিম শরণার্থীদের ক্যাম্পে অথবা নিকটবর্তী ইদগায় নমাজ পড়তে অনুরোধ করেছে প্রশাসন। অসম-বাংলাদেশ সীমান্ত ও গুয়াহাটিতে বাড়তি ৮ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঘরছাড়া বোড়োদের শরণার্থী শিবিরগুলিতেও। গত ৩ দিনে বেঙ্গালুরু থেকে উত্তর ভারতের রাজ্যগুলিতে ব্যাপক হারে ফিরে যাচ্ছেন মানুষ। পরিস্থিতির দিকে নজর রেখে ১৭,০০০ পুলিসকর্মী, তিন কোম্পানি সিআরপিএফ ও তিন প্ল্যাটুন র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে শহরজুড়ে।
অন্যদিকে ইদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও রকম মিথ্যা প্ররোচনায় কান না দিয়ে সুষ্ঠুভাবে খুশির ইদ পালনের জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন। ইদের আগে রবিবার সন্ধ্যায় কলকাতার বেশ কয়েকটি মসজিদও ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইদ উপলক্ষ্যে রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ইদের অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই শুভ কামনা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
First Published: Monday, August 20, 2012, 09:30