alert in assam - Latest News on alert in assam| Breaking News in Bengali on 24ghanta.com
আজ খুশির ইদ

আজ খুশির ইদ

Last Updated: Monday, August 20, 2012, 09:30

আজ খুশির ইদ। পবিত্র রমজান মাস শেষে ইদ-উল-ফিতর উত্সবে আজ মাতোয়ারা বিশ্বের আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষ। নতুন পোষাক। মিষ্টিমুখ। রকমারি রান্না আজ ঘরে ঘরে। সম্প্রীতির উত্সবে সামিল ৮ থেকে ৮০। ইদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং।