Last Updated: May 11, 2012 19:37

ইউটিউবে রিলিজ হয়ে গেল সলমনের নতুন ছবি `এক থা টাইগার`-এর টিজার। আর এর মধ্যেই এক লাখের ওপর হিটও হয়ে গেছে। আজই সারা দেশে `এক থা টাইগার`-র ট্রেলর রিলিজ করেছে যশরাজ ফিল্মসের ছবি `ইশকজাদে`-র সঙ্গে। অনলাইন ভার্সন রিলিজ করার কথা ছিল আগামী সোমবার। কিন্তু সল্লু মিঞার জনপ্রিয়তার কথা মাথায় রেখে সলমন ভক্তদের আর বেশিদিন অপেক্ষায় রাখতে চাননি ছবির প্রযোজক। তাই নির্দিষ্ট দিনের ৪ দিন আগেই বৃহস্পতিবার রাতে টাইগারের টিজার চলে এল ইউটিউবে।
অনলাইন টিজারের সাফল্যে উচ্ছ্বসিত সলমন টুইট করে জানিয়েছেন, `ইউটিউবে লঞ্চ হওয়ার ৩ মিনিটের মধ্যেই ভিউ মিটার জ্যাম হয়ে গেছে। ১৫ মিনিটের মধ্যেই যশরাজ ফিল্মসের সার্ভার ক্র্যাশও করে যেতে পারে।`
ছবির নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মূলত দুটি কারণে এক থা টাইগার নিয়ে উত্তেজনার পারদ চড়েছে তরতর করে। এক, এই প্রথম কিং খানকে সরিয়ে যশরাজ ফিল্মসের ব্যানারে কাজ করছেন সলমন। আর দুই, সলমন-ক্যাটরিনার হাইপ্রোফাইল সম্পর্কের হাইপ্রোফাইল ব্রেকআপের পর এই প্রথম তাঁরা কোন ছবিতে একসঙ্গে কাজ করছেন। `র` এজেন্ট টাইগার আর তাঁর প্রেমকাহিনী নিয়েই এগিয়েছে ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন কবীর খান। আগামী জুনেই মুক্তি পাচ্ছে `এক থা টাইগার।`
First Published: Friday, May 11, 2012, 19:46