Ekbal pur murder

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ইকবালপুরে খুন মা ও ২ মেয়ে, মাটি খুঁড়ে দেহ উদ্ধার

ফ্ল্যাট বিক্রি নিয়ে বিবাদের জেরে মা ও দুই মেয়েকে খুন করে দোকানঘরে পুঁতে দেওয়া হয়েছিল তিনজনের দেহ। আজ সকালে দোকানের মেঝে খুঁড়ে তিনটি দেহই উদ্ধার করল পুলিস। একবালপুরের মতো জনবহুল জায়গায় নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

২৯ মার্চ রাত থেকে খোঁজ মিলছিল না একবালপুরের বাসিন্দা পুষ্পা সিং ও তার দুই মেয়ে আরাধনা ও প্রদীপ্তির। বার বার ফোন করেও মেয়েকে না পেয়ে, ত্রিশ তারিখ পুষ্পা সিংয়ের বাবা পরেশনাথ সিং এক আত্মীয়কে মেয়ের বাড়ি পাঠান। কিন্তু, বাড়ির দরজায় তালা দেখে ফিরে যান ওই আত্মীয়। একবালপুর থানায় অভিযোগ দায়ের করেন পরেশনাথ সিং। তদন্তে নেমে সিকান্দর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস।

২০১০ স্বামী মারা যাওয়ার আগে সিকান্দরের কাছ থেকেই একবালপুরের ফ্ল্যাট কিনেছিলেন পুষ্পা সিং। জেরার মুখে ভেঙে পড়ে সিকান্দর। পুষ্পা সিং ও তাঁর দুই মেয়েকে খুন করে পুঁতে রাখার কথা স্বীকার করে নেয় ।

সিকান্দরের স্বীকারোক্তিমতো ডায়মন্ডহারবার রোডে তার দোকানে পৌছয় তদন্তকারী দল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুরু হয় খোঁড়াখুঁড়ি। চারফুট খোঁড়ার পর উদ্ধার হয় তিনটি দেহ। কিন্তু কেন ঠান্ডা মাথায় তিনজনকে খুন করল সিকান্দর? একবালপুরের মতো জনবহুল এলাকায় মা ও দুই মেয়ের নৃশংস খুনের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে শহর কলকাতার নিরাপত্তা।



First Published: Sunday, April 13, 2014, 21:40


comments powered by Disqus