Last Updated: Tuesday, April 15, 2014, 21:46
একবালপুর হত্যাকাণ্ডে নয়া মোড়। এবার তদন্ত হবে একবালপুর থানার ওসি সিদ্ধার্থ দত্তের বিরুদ্ধে। হত্যার তদন্তে গড়িমসি ও মূল অভিযুক্ত সিকন্দরকে আড়াল করার অভিযোগে আজই ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুষ্পা সিংয়ের বাবা। একইসঙ্গে অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল যুব নেতা বিশ্বজিত্ লালার বিরুদ্ধেও।