Election campening

ভোট প্রচারের খবর এক নজরে

# পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে এবার সিপিআইএমের প্রার্থী তাপস সিনহা। পুরোদমে নেমে পড়ছে ভোট প্রচারে। আজ সকাল থেকে রামনগর বিধানসভা কেন্দ্রের দেউলিহাট, গোমুন্ডা, গোবরা সহ একাধিক এলাকায় প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। এছাড়াও সিপিআইএম জোনাল কমিটির সম্পাদক সহ নেতা-কর্মীরাও প্রচারে পা মেলান তাঁর সঙ্গে। একশো দিনের কাজকে কীভাবে দুশো দিনের করা যায়, তা নিয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিপিআইএম প্রার্থী। বিভিন্ন গ্রামে ঘুরে এদিন তিনি কথা বলেন পানচাষীদের সঙ্গে। শোনেন তাঁদের সমস্যা-অভাব-অভিযোগের কথা।

# ভোট প্রচারে ব্যস্ত তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ হলদিয়া-সুতাহাটার সুবর্ণজয়ন্তী ভবনে সভা করেন তিনি। সভা শেষে কর্মী-সমর্থকদের নিয়ে পদযাত্রায় বের হন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। দিনভর কর্মিসভারও কর্মসূচি রয়েছে তাঁর। প্রচারে জোর দিচ্ছেন উন্নয়ন ইস্যুতে। তাঁর সরাসরি চ্যালেঞ্জ, খোঁজ নিন সিপিআইএম প্রার্থী সম্পর্কে। ছাব্বিশ বছরের সাংসদ কী উন্নয়ন করেছে? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, পাঁচ বছরে এর চেয়ে অনেক বেশি এলাকার উন্নয়ন তিনি করেছেন।

# তিনি বাম যুব আন্দোলনের প্রাক্তন নেতা। রায়গঞ্জে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের প্রচারেও ছাত্র-যুবদের ভিড় চোখে পড়ার মতো বেশি। ছাত্র যুবদের পাশে পেয়ে উচ্ছ্বসিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। প্রচারে তিনি তুলে ধরছেন টেট কেলেঙ্কারি ইস্যু। পাশাপাশি, রাজ্যের ছাত্র যুবদের সমস্যার কথা তুলে ধরছেন মহম্মদ সেলিম।

First Published: Saturday, March 22, 2014, 13:35


comments powered by Disqus