Last Updated: Saturday, March 22, 2014, 13:34
# পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে এবার সিপিআইএমের প্রার্থী তাপস সিনহা। পুরোদমে নেমে পড়ছে ভোট প্রচারে। আজ সকাল থেকে রামনগর বিধানসভা কেন্দ্রের দেউলিহাট, গোমুন্ডা, গোবরা সহ একাধিক এলাকায় প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। এছাড়াও সিপিআইএম জোনাল কমিটির সম্পাদক সহ নেতা-কর্মীরাও প্রচারে পা মেলান তাঁর সঙ্গে। একশো দিনের কাজকে কীভাবে দুশো দিনের করা যায়, তা নিয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিপিআইএম প্রার্থী। বিভিন্ন গ্রামে ঘুরে এদিন তিনি কথা বলেন পানচাষীদের সঙ্গে। শোনেন তাঁদের সমস্যা-অভাব-অভিযোগের কথা।