Election campening

অন্য প্রচার

যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুগত বসুর বিরুদ্ধে বামেদের হয়ে প্রচারে বসু পরিবারেরই আরেক সদস্য চন্দ্র বসু। মানবাধিকার সংগঠন এবং ফরোয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। রবিবার যাদবপুরে বাম প্রার্থীর সমর্থনে মিছিলে হাঁটলেন বসু পরিবারের এই সদস্য।

মিটিং, মিছিল, স্লোগান নয়। নাটককেই প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন যাদবপুরের বাম কর্মী সমর্থকরা। রবিবারের সকালে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে পথ নাটিকার মাধ্যমেই চলল প্রচার। রবিবার যাদপুর কেন্দ্রে ছটি এলাকা হচ্ছে এই নাটক প্রচার।

First Published: Sunday, March 30, 2014, 20:56


comments powered by Disqus