Last Updated: Sunday, March 30, 2014, 20:56
যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুগত বসুর বিরুদ্ধে বামেদের হয়ে প্রচারে বসু পরিবারেরই আরেক সদস্য চন্দ্র বসু। মানবাধিকার সংগঠন এবং ফরোয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। রবিবার যাদবপুরে বাম প্রার্থীর সমর্থনে মিছিলে হাঁটলেন বসু পরিবারের এই সদস্য।