আজম খানের পর মুখ্যমন্ত্রীর ভাষণেরও ভিডিও চাইল কমিশন

আজম খানের পর মুখ্যমন্ত্রীর ভাষণেরও ভিডিও চাইল কমিশন

আজম খানের পর মুখ্যমন্ত্রীর ভাষণেরও ভিডিও চাইল কমিশন মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও চাইল নির্বাচন কমিশন। হুগলি, বাঁকুড়া, বর্ধমানে একাধিক জনসভায় নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। উপ নির্বাচন কমিশনার বিনোদ জুতসির অপসারণ দাবি করে তাকেও বিঁধেছেন তিনি। এই সিডি পাঠানো হবে দিল্লিতে। তার ভিত্তিতেই কমিশন উপযুক্ত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা।

ডিএম, এসপিদের বদলি নিয়ে জামালপুরের সভায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও একাধিকবার কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।

বুধবার আরও একধাপ এগিয়ে কমিশনের বিরুদ্ধে বদলার হুশিয়ারি দিয়েছেন বর্ধমানের দুটি জনসভাতেই। মঙ্গলবার উপনির্বাচন কমিশনার বিনোদ জুতসির কঠোর সমালোচনা করে অপসারণ দাবি করেন তিনি। বুধবার সকালেই নবান্নর অদূরে জুতসির কুশপুতুল দাহ করেন তৃণমূল কর্মী, সমর্থকরা।




First Published: Wednesday, April 9, 2014, 22:30


comments powered by Disqus