Last Updated: April 18, 2014 20:54

ফের চাপানোতর শুরু হল তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের মধ্যে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায় নিল না নির্বাচন কমিশন। তৃণমূল নেতা মূকুল রায়ের অভিযোগের উত্তরে শুক্রবার একথা জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা। শুধু তাই নয় তৃণমূল নেত্রী কোন হোটেলে থাকবেন কমিশন যেহেতু তা ঠিক করেনি তাই হোটেলের বিদ্যুত্ বিভ্রাটের দায়িত্বও কমিশনের নয় বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব কার? কমিশনের তরফে তৃণমূল নেতা মূকুল রায়ের অভিযোগ নস্যাত্ করার পর আপাতত এই প্রশ্নই উঠছে রাজনৈতিকমহলে। বৃহস্পতিবার ঠিক কি অভিযোগ করেছিলেন মূকুল রায়। যেহেতু আইন-শৃঙ্খলার দায়িত্ব বর্তমানে কমিশনের উপরে তাই এই দায়িত্ব পালনে ব্যর্থ কমিশন। কিন্তু কমিশন বলছে অন্য কথা। মুখ্যমন্ত্রী যে হোটেলে ছিলেন সেটি কমিশন বুক করায়নি। তাই কোনোভাবেই হোটেলে যা হয়েছে তার দায়িত্ব কমিশনের নয়। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছেন জেড প্লাস ক্যাটেগরির যে ব্যক্তি পান তাঁর নিরাপত্তার দায়িত্ব কমিশনের নয়।
First Published: Friday, April 18, 2014, 20:54