Last Updated: April 9, 2014 21:23
সিইও অফিসের এক আধিকারিকের বদলি ঘিরে এবার তৈরি হল বিতর্ক। সিইও অফিসের সচিব বরুণ রায়কে উত্তর প্রদেশের অবজারভার হিসাবে বদলি করল কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি, রুটিন মেনে বদলি। নির্দিষ্ট সময় পর তিনি ফিরেও আসবেন।
অনেকেই অবশ্য মনে করছেন যে মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে তাঁকে সরানো হল। ডিএম, এডিএম, এসপির পর এবার বদলি করা হল কমিশনেরই উচ্চপদস্থ এক আধিকারিককে। বদলি করা হল সিইও অফিসের বিশেষ দায়িত্বে থাকা আধিকারিক বরুণ রায়কে। উত্তরপ্রদেশে অবজারভার হিসাবে তাঁকে পাঠানো হচ্ছে। সিইও-র দাবি, নিয়মমাফিক এই বদলি। যদিও অনেকেই মনে করছেন মুকুল রায়ের সচিব হিসাবে
ডিএম, এসপিদের বদলির পর এবার পদস্থকর্তাদের বদলি। বরুণ রায়। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মুকুল রায়ের সচিব ছিলেন বরুণ। রাজ্যনির্বাচন দফতর OSD সেক্রেটারি ছিলেন বরুণ। তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে সরিয়ে দেওয়া হল। উত্তরপ্রদেশে অবজারভার।
First Published: Wednesday, April 9, 2014, 21:23