Last Updated: Wednesday, April 9, 2014, 21:23
সিইও অফিসের এক আধিকারিকের বদলি ঘিরে এবার তৈরি হল বিতর্ক। সিইও অফিসের সচিব বরুণ রায়কে উত্তর প্রদেশের অবজারভার হিসাবে বদলি করল কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি, রুটিন মেনে বদলি। নির্দিষ্ট সময় পর তিনি ফিরেও আসবেন।