Last Updated: October 17, 2011 14:20

রাজ্যে গণবন্টন ব্যবস্থার দূর্ণীতি খতিয়ে দেখতে যে বিশেষ কমিটি গঠিত হচ্ছে তাতে নিজেদের যাবতীয় পরিকাঠামো দিয়ে সাহায্য করবে নির্বাচন কমিশন। পাশাপাশি, যে সমস্ত ভূয়ো রেশন কার্ড ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দফতর বাজেয়াপ্ত করেছে, সেগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার পরিচয়পত্র বৈধ কি না তাও খতিয়ে দেখবে কমিশন। আজ সকালে শহরে আসেন দেশের উপ নির্বাচন কমিশনার আলোক শুক্লা। চৌরঙ্গি রোডে কলকাতা পোর্ট ট্রাস্টের অতিথিশালায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন তিনি। বৈঠকে ছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ গণবন্টন পর্যবেক্ষক পি কে পট্টনায়ক এবং সমাজকর্মী অনুরাধা তলওয়ার। প্রথম বৈঠক শেষে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনে সকাল এগারোটায় দ্বিতীয় বৈঠকে বসেন তিনি। বিকেলে মহাকরণে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে তার বৈঠক রয়েছে। সেই বৈঠকে
মূলত ভোটার তালিকা সংশোধন নিয়ে কথা হবে বলে জানা যাচ্ছে।
First Published: Monday, October 17, 2011, 14:20