নভেম্বরে পাঁচ পুরসভার ভোটে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

নভেম্বরে পাঁচ পুরসভার ভোটে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

Tag:  Election EVM
নভেম্বরে পাঁচ পুরসভার ভোটে থাকছে না কেন্দ্রীয় বাহিনীনভেম্বরে পাঁচ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকছে না বলে জানাল রাজ্য নির্বাচন কমিশন। এর আগে তেরোটি পুরসভার ভোটে প্রথমে  কেন্দ্রীয় বাহিনী চাইলেও তা পায়নি কমিশন।পরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্হা ছিলনা বলেও অভিযোগ এসেছিল একাধিক মহল থেকে।

আগামী ২২নভেম্বর পাঁচ পুরসভা এবং ২৯টি ওয়ার্ডের উপনির্বাচন রয়েছে। নির্বিঘ্নে ভোটের জন্য কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল কংগ্রেস। যদিও নির্বাচন কমিশন এবার আর কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেনি।মঙ্গলবার পাঁচটি পুরসভা ও রাজ্যের ২২টি ওয়ার্ডের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে।

First Published: Monday, October 21, 2013, 20:56


comments powered by Disqus