Last Updated: August 24, 2013 15:51

আধুনিক সভ্যতার সবচেয়ে বড় উটকো সমস্যার তালিকায় প্রথম তিনে কার নাম রাখবেন? জনবহুল শহরে বাস করা পৃথিবীর অন্তত ৭০ ভাগ মানুষ বলবেন অবশ্যই গাড়ি পার্কিং। কলকাতা শহরে তো এটা একেবারে সমস্যার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। অবশ্য শুধু কলকাতা নয় বিদেশের বিভিন্ন শহরেও সেই এক সমস্যা। গাড়ি নিয়ে বেরিয়ে পার্কিংয়ের অভাবে ঘণ্টার পর ঘণ্টা শুধু চক্কর কাটা।
এই সমস্যার সমাধানে এসে গেল এক দারুণ গাড়ি। ইলেকট্রিকে চালানো এই গাড়িটি গুঁটিয়ে রেখে ছোট করে রাখা যাবে। বাইকের চেয়েও কম জায়গায় রেখে দেওয়া যাবে এই গাড়িটি। কোরিয়ার উন্নততর বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান (Korean Advanced Institute of Science and Technology) এই গাড়িটি বাজারে আনছে। তবে তারা বলছে ভবিষ্যতে ফোল্ডিং গাড়িতে আরও চমক অপেক্ষা করছে। এমন এক গাড়ি তারা নাকি বানাতে চলেছে যা চালানোর পর গুঁটিয়ে পকেটে রেখে দেওয়া যাবে।
First Published: Saturday, August 24, 2013, 15:51