Last Updated: Saturday, August 24, 2013, 15:51
আধুনিক সভ্যতার সবচেয়ে বড় উটকো সমস্যার তালিকায় প্রথম তিনে কার নাম রাখবেন? জনবহুল শহরে বাস করা পৃথিবীর অন্তত ৭০ ভাগ মানুষ বলবেন অবশ্যই গাড়ি পার্কিং। কলকাতা শহরে তো এটা একেবারে সমস্যার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। অবশ্য শুধু কলকাতা নয় বিদেশের বিভিন্ন শহরেও সেই এক সমস্যা। গাড়ি নিয়ে বেরিয়ে পার্কিংয়ের অভাবে ঘণ্টার পর ঘণ্টা শুধু চক্কর কাটা।