বেলপাহাড়িতে মানুষকে খেলনার মত ছুঁড়ে পিষে মারল হাতি, কেশিয়ারিতে ১১টি ঘর ভাঙল দলছুটরা

হাতির কীর্তি- বেলপাহাড়িতে মানুষকে খেলনার মত ছুঁড়ে পিষে মারল, কেশিয়ারিতে ১১টি ঘর ভাঙল দলছুটরা

হাতির কীর্তি- বেলপাহাড়িতে মানুষকে খেলনার মত ছুঁড়ে পিষে মারল, কেশিয়ারিতে ১১টি ঘর ভাঙল দলছুটরা-----------------------------------------------------------------------------------

পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে হাতির হামলায় মৃত্যু হল দুজনের। অন্যদিকে ,কেশিয়ারিতে ১১টি বাড়ি ভেঙে দিল একটি দলছুট হাতি।

আজ সকাল থেকেই ওই হাতিটি গ্রামে হামলা চালায়। গ্রামবাসীদের অভিযোগ, বনদফতরে খবর দেওয়া হলেও হাতি তাড়াতে উপযুক্ত ব্যবস্থা নেয়নি বন দফতর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘর ছাড়া রয়েছেন বেশকিছু স্থানীয় বাসিন্দা। বনদফতর সব অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় মানুষদের চোখেমুখে আতঙ্ক ধরা পড়ল। প্রত্যক্ষদর্শীরা জানালেন, বেলপাহাড়িতে হাতিরা মানুষকে খেলনার মত ছুঁড়ে পিষে মারল। আর কেশিয়াড়ির মানুষরা বললেন, ঘর ভাঙার সময় হাতির গর্জনে কান পাতা দায় হচ্ছিল।

First Published: Sunday, January 5, 2014, 19:19


comments powered by Disqus