Last Updated: December 30, 2013 18:58

----------------------------------------
কুয়োয় পড়ে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করলেন গ্রামবাসীরা। এখন তাঁদের আশঙ্কা ওই দল বিচ্ছিন্ন হস্তিশাবক ফিরিয়ে নিতে রাতে তাণ্ডব চালাবে হাতির দল। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়াশাল বিটের চন্দনকাঠ গ্রামে হানা দেয় কমপক্ষে ১০০টি হাতির একটি দল। (ভিডিও দেখুন: http://zeenews.india.com/bengali/videos/)
হাতির দলে থাকা একটি হস্তিশাবক কুয়োতে পড়ে যায়। কুয়ো ঘিরে থাকে হাতির দল। পরে সকালের দিকে হাতির দল গ্রাম থেকে সামান্য দূরে জঙ্গলে সরে গেলে, গ্রামবাসীরা হস্তিশাবককে কুয়ো থেকে উদ্ধার করে।
উদ্ধারের সময় হামলা চালায় হস্তিশাবকটির মা। তাতে আহত হয় একজন। পরে হস্তি শাবকটিকে উদ্ধার করা গেলেও দলে ফেরেনি শাবকটি। হাতির দলটি এখনও গ্রামের খুব কাছে অপেক্ষা করছে। গ্রামবাসীদের আশঙ্কা সূর্য ডুবলেই গ্রামে হানা দিতে পারে হাতির দলটি।
First Published: Monday, December 30, 2013, 19:04