এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে বিহারে মৃত ১০২ শিশু

এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে বিহারে মৃত ১০২ শিশু

এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে বিহারে মৃত ১০২ শিশু বিহারের মুজফফরপুরে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে ২ সপ্তাহের মধ্যে প্রাণ হারাল অন্তত ১০২ জন শিশু।

সীতামারি, পশ্চিম চম্পারন, বৈশালীর মত পার্শ্ববর্তী জেলাগুলিতেও ছড়িয়ে পড়ছে এনসেফালাইটিস। এখনও পর্যন্ত এই সব অঞ্চলের ৭৩ জন শিশু এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বিশেষজ্ঞ ডাক্তার এই শিশুদের চিকিৎসার স্বার্থে শনিবারই মুজফফরপুরে এসে পৌঁছেছেন।

প্রত্যেক বছর গ্রীষ্মকালে উত্তর বিহারে শতাধিক শিশু এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। বর্ষার বৃষ্টির পর মশাবাহিত এই রোগের জীবাণুদের প্রকোপ কমে। এই বছরের শুরুতে এনসেফালাইটিস রোধে প্রতিশেধক টিকা দিতে শুরু করেছে বিহার সরকার।




First Published: Tuesday, June 17, 2014, 12:52


comments powered by Disqus