Last Updated: Sunday, August 12, 2012, 21:39
কলকাতায় মেনিনগো এনসেফেলাইটিসে মৃত্যু হল এক শিশুর। সৌম্যজিত শীল নামে আট বছরের ওই শিশু কসবার রাজডাঙার বাসিন্দা। প্রবল জ্বর নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় সৌম্যজিতকে। কীভাবে মেনিনগো এনসেফেলাইটিসে আক্রান্ত হল সৌম্যজিত তা অব্শ্য স্পষ্ট নয়।