আজ শেষ হল পথ নিরাপত্তা সপ্তাহ

আজ শেষ হল পথ নিরাপত্তা সপ্তাহ

Tag:  road safety week koel dev
আজ শেষ হল পথ নিরাপত্তা সপ্তাহমহাজাতি সদনে কলকাতা পুলিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল পথ নিরাপত্তা সপ্তাহ। ট্র্যাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজে যেসব স্কুল ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল, অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে `থিম সং` প্রকাশ করেছে কলকাতা পুলিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিস কমিশনার ও টলিউডের দেব-কোয়েল।

First Published: Saturday, February 25, 2012, 18:08


comments powered by Disqus