Last Updated: Monday, December 3, 2012, 10:37
মাধবীলতা অমৃতা মিত্র। পাঁচ ফুট এগারো ইঞ্চির দীর্ঘাঙ্গী এই কৃষ্ণকলি কলকাতা র্যাম্প মাতিয়ে চলেছে বছরের পর বছর। কাজের প্রতি ভালবাসা, একনিষ্ঠতা আর সুমিষ্ট ব্যবহারই মাধবীলতার খ্যাতির শীর্ষে থাকার চাবিকাঠি। তবে মডেল না হলেও শীর্ষে পৌঁছতেন তিনি। পেশাদার পর্বতারোহী থেকে মডেল হয়ে ওঠার সেই গল্পোই শোনালেন আমাদের। শুনলেন প্রমা মিত্র।