Last Updated: April 16, 2014 22:18

সুদীপ্ত সেনের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেহালা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। দীর্ঘদিন আত্মগোপন করে ছিলেন তারা. এই গ্রেফতার তদন্তে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
এ দিন সন্ধেবেলা সুদীপ্ত সেনের বেহালার বাড়িতে তার প্রথম স্ত্রী পিয়ালী সেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় বাড়িতে উপস্থিত ছিল তার ছেলে শুভিজিত্ সেনও। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে খবর ছিল আমানতকারীদের টাকা বিদেশে পাচারের চেষ্টা করছিলেন সুদীপ্ত সেনের স্ত্রী. সেই অভিযোগের ভিত্তিতে এ দিন তাদের জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট. তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয়.
এ দিন সুপ্রিম কোর্টে সারদা মামলার শুনানি শেষ হল. ওড়িশার একইরকম একটি মামলাও শীর্ষ আদালতে চলছে বলে এ দিন সারদা মামলার রায়দান স্থগিত রাখা হয়.
First Published: Thursday, April 17, 2014, 13:37