Last Updated: Monday, December 9, 2013, 21:38
সারদা কেলেঙ্কারির বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট খতিয়ে দেখতে তিন জন আদালত বান্ধব নিয়োগ করল কলকাতা হাইকোর্ট। আজ অসীম ব্যানার্জির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তিন জন আইনজীবী এই রিপোর্ট খতিয়ে দেখবেন। আমানতকারীদের পক্ষে বিকাশ ভট্টাচার্য , সরকারের তরফে প্রণব গুপ্ত এবং সেবির তরফে লক্ষ্মী গুপ্তকে সিটের এই রিপোর্ট খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।