Last Updated: February 10, 2012 17:02

মনে হচ্ছে বিয়ের মরশুমের জন্য একেবারে প্রস্তুত বলিউড। লাভবার্ড জুটি রীতেশ-জেনেলিয়ার গ্র্যান্ড বিয়ের পর এবার হেমা কণ্যা এষার পালা। ১৩ মাসের প্রেম আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছে রবিবার। এষার এনগেজমেন্ট হবে তাঁর `বয়ফ্রেন্ড` ভারত তাখতানির সঙ্গে। জানা গেছে, পেশায় তিনি ব্যবয়ায়ী। অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে হেমা মালিনির বাড়িতেই।
মিডিয়ার কাছে গোপন রাখতে, এষা কখনও তাঁর ও ভারতের সম্পর্ক নিয়ে মুখ খোলননি, উপরন্ত এড়িয়ে গেছেন। এনগেজমেন্টের অনুষ্ঠানটিও ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজনদের মধ্যেই সেলিব্র্রেট করা হবে। হেমা মালিনি জানিয়েছেন "দুদিন বাকি, তাই অনেক কাজ। কিন্তু এই বিষয়ে আমি বিস্তারিত কিছু জানাতে পারছি না, কারণ অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত।" বৃহস্পতিবার থেকেই তৈয়ারি শুরু হয়ে গেছে এই জাঁকজমকপূর্ণ এনগেজমেন্টের। খুব বেশি অতিথির সমাগম না হলেও এনগেজমেন্টটি যে বলিউডি ধাঁচের কোনও স্টেজ শো থেকে কোনও অংশে কম হবে না তা বোঝাই যাচ্ছে।
First Published: Friday, February 10, 2012, 17:02