Last Updated: Friday, February 10, 2012, 17:02
মনে হচ্ছে বিয়ের মরশুমের জন্য একেবারে প্রস্তুত বলিউড। লাভবার্ড জুটি রীতেশ-জেনেলিয়ার গ্র্যান্ড বিয়ের পর এবার হেমা কণ্যা এষার পালা। ১৩ মাসের প্রেম আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছে রবিবার। এষার এনগেজমেন্ট হবে তাঁর `বয়ফ্রেন্ড` ভারত তাখতানির সঙ্গে। জানা গেছে, পেশায় তিনি ব্যবয়ায়ী। অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে হেমা মালিনির বাড়িতেই।