ইউরোয় জয় পেল ডেনমার্ক ও জার্মানি

ইউরোয় জয় পেল ডেনমার্ক ও জার্মানি

ইউরোয় জয় পেল ডেনমার্ক ও জার্মানিইউরো কাপে গ্রুপ অফ ডেথে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ডেনমার্ক ও জার্মানি। শনিবার রাতে ইউক্রেনের খারকভে মেটালিস্ট স্টেডিয়ামে গ্রুপ বি-র প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় ডেনমার্ক। প্রথমার্ধের ২৪ মিনিটে গোল করেন ডেহলি। ডাচ গোলকিপার স্টিকলেনবার্গকে পরাস্ত করে ড্যানিশদের এগিয়ে দেন তিনি। এর পর গোটা ম্যাচ ধরে চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি ভ্যান পারসিরা।

এদিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও পর্তুগাল। হাইটেনশন ম্যাচটির রাশ যদিও প্রথম থেকেই ধরে রেখেছিল জার্মানরা। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে চোখধাঁধানো হেডে গোল করেন পরিবর্ত খেলোয়াড় গোমেজ। এর পর পেপের একটি শট গোল লাইন ছুঁয়ে যায়। কিন্তু গোললাইন না-টপকানোয় সমতা ফেরানো হয়নি পর্তুগালের। নিজেদের ম্যাচে জয় পাওয়ায় ৩ পয়েন্ট করে পেল ডেনমার্ক ও জার্মানি।

First Published: Sunday, June 10, 2012, 07:55


comments powered by Disqus