Last Updated: Monday, June 18, 2012, 09:42
গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন দল হিসাবে ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল জার্মানি। অন্যদিকে একই দিনে ইউরো কাপ থেকে ছিটকে গেল বিশ্বকাপের রানার্স নেদারল্যান্ডস। রবিবার ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে দেয় জোয়াকিম লো-র দল। প্রথম থেকেই বিপক্ষের গোলে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন পোডোলস্কি, মুলার, গোমেজরা। ম্যাচের ১৯ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন পোডোলস্কি।