Last Updated: August 24, 2012 22:47

বিশ্বাস হোক বা না হোক, তবে এবার বিগ বস হতে পারেন আপনিও! মেগাস্টার সলমন খানের মুখোমুখি হওয়ার সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনি। ভারতের জনপ্রিয় রিয়লিটি শো `বিগ বস`। ভারতীয় দর্শকদের মধ্যে যার জনপ্রিয়তা সবসময়েই তুঙ্গে। এই শো-এর আগের সিজনগুলিতে শুধুমাত্র সেলিব্রিটিদের মুখ দেখা যেত। কন্ট্রোভার্সিয়াল ইমেজের ছয়লাপে শো-এর টিআরপি থাকত শীর্ষে। যেমন, পর্নস্টার সানি লিওন, পত্নী-পিড়িত রাজা চৌধুরী, দুঃসাহসী ডাকাত সীমা পরিহারের কথাই ধরা যাক। কিন্তু এই শো-এর পরের মরসুমে আপনাকে দেখা যেতেই পারে `বিগ বস`-এর `কালারফুল হাউসে`।
সূত্রের খবর, সলমন খানের সাজশনেই নাকি শো-এর ফরম্যাটে পরিবর্তন আনা হয়েছে। একদিকে বলিউডে `গ্যাংস অফ ওয়াসেপুর`-এর মতো গৃহদ্বন্দ্বের সিনেমা হচ্ছে। যা মানুষের মনকে জটিল করে তুলছে। `বিগ বসে`ও অনেকটা সেরকমই গৃহকলহ দেখানোর চল রয়েছে। তবে এবার `বিগ বস`-এর প্রচারে অন্য স্বাদের গন্ধ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ এবার এই শো-এর অংশীদার হতে পারবেন। বাজারে গুঞ্জন, সলমন ও শো-এর কর্মকর্তারা প্ল্যান করেছেন `বিগ বস ৬`-কে নতুন করে সাজানোর। তাছাড়া `দাবাঙ্গ বয়` সলমনের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া, তাঁর `ফ্যান ফলোয়িং` তুঙ্গে। যা শো-কে সফল হতে বেশ সাহায্য করবে।
আরো জানা গেছে, বলপ্রয়োগ বা স্ক্যান্ডলের মাধ্যমে কখনোই এই শো-এর এন্ট্রি টিকিট পাওয়া যাবে না। কনটেস্টের মাধ্যমেই অংশষগ্রহণকারীকে বেছে নেবেন উদ্যোক্তারা। এখন দেখার বিষয়, কন্ট্রোভার্সিয়াল মুখ ছাড়া সাধারণ মানুষদের নিয়ে এই শো কতটা টিআরপি ধরে রাখতে সক্ষম হয়!
First Published: Friday, August 24, 2012, 22:47