দুরন্ত কামব্যাক ভুপতি-বোপান্না জুটির

দুরন্ত কামব্যাক ভুপতি-বোপান্না জুটির

দুরন্ত কামব্যাক ভুপতি-বোপান্না জুটির মায়ামি মাস্টার্সের সেমিফাইনালে মহেশ ভুপতি-রোহন বোপান্না জুটি। প্রথম সেটে পিছিয়ে থাকলেও দুরন্ত কামব্যাক করে ভারতীয় জুটি। ২-৬, ৬-৩, ১০-৮ ফলে ফরাসি-সার্বিয়ান জুটিকে হারিয়ে দেন ভুপতিরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক ঘন্টা ৮ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে দেয় ষষ্ঠ বাছাই ভারতীয় জুটি। দ্বিতীয় সেট হেরে তৃতীয় সেটটি দুরন্ত শুরু করেছিল ভুপতিদের প্রতিপক্ষ। কিন্তু শেষে স্নায়ুর লড়াইয়ে ভুপতিদের বিরুদ্ধে লড়াই ধরে রাখতে ব্যর্থ হয় ফরাসি-সার্বিয়ান জুটি।

First Published: Wednesday, March 28, 2012, 19:14


comments powered by Disqus