Explosion at Russian train station kills 13

রাশিয়ার রেল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১৩

রাশিয়ার রেল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১৩রবিবার রাশিয়ার দক্ষিণ প্রান্তে ভলগোগার্ডে একটি ট্রেন স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত হয়েছেন অন্তত ১৩ জন। রাশিয়া সংবাদ সংস্থা সূত্রে এমটাই খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৫০ জন। জানা গিয়েছে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল।

কী ভাবে বিস্ফোরণটি ঘটে সে বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি। গত অক্টোবরেও রাশিয়া শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় ২১ জন প্রাণ হারান।

২০১৪ মস্কো অলিম্পিকের আগে বার বার নাশকতা হওয়ার সতর্কতা আগে থেকেই ছিল গোয়েন্দাদের কাছে।




First Published: Sunday, December 29, 2013, 16:20


comments powered by Disqus