Last Updated: Monday, December 30, 2013, 12:27
আরও একবার বিস্ফেরণে কেঁপে উঠল রাশিয়া। এখনও পর্যন্ত ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল ভল্গোগ্রাদে রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের পর আজ ফের ভল্গোগ্রাদের ট্রলি বাসে বিস্ফোরণ হয় রাশিয়ায়। গতকাল বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণের সোচিতে শীতকালীন অলিম্পিক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।