Last Updated: May 10, 2013 20:28

মহারাষ্ট্রে সরকারি বাসে বিস্ফোরণে আহত হলেন ১৫ জন। লাতুর শহরের ৩০ কিলোমটার দূরে নালেগাওয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিস্ফোরণটি ঘটে। বিস্ফরোণে আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছে বলে খবর।
ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোসাল স্কোয়ার্ড। মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেল পুলিস সঞ্জয় দয়াল জানিয়েছেন, পুলিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে বিস্তারিত ভাবে তিনি কিছুই বলতে চাননি। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
First Published: Friday, May 10, 2013, 20:28