Last Updated: March 20, 2013 17:28

আঠেরো বছর আগে প্রথমবার পর্দায় মহিলার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। বাজি ছবিতে ক্যাবারে ডান্সারের ভূমিকায় অভিনয়ের জন্য সারা শরীরে ওয়াক্স করেছিলেন আমির। এরপর ২০০৫ ও ২০০৮। দু`বার দুটি টেলিভিশন কর্মাশিয়ালে মহিলার পোশাকে দেখা গেছে আমিরকে। আরও একবার কর্মাশিয়ালের জন্য মহিলা সাজলেন আমির।
আগের তিন বারের মত নতুন কমার্শিয়ালে আমিরের মেক-আপ করেছেন মিকি কন্ট্রাক্টর। মিকি জানালেন, "এই কমার্শিয়ালে মহিলার বেশে প্রতিবেশীর বাড়িতে যাবেন আমির। পরচুলা নিয়ে আমির একটু অস্বস্তিতে ছিলেন। নেটটাও ঠিকমত ফিট করছিল না। প্রতিদিন দু`বার করে দাড়ি কামাতে হত তাঁকে। মহিলাদের পোশাক ছাড়াও স্টকিংস ও ব্রা পরতে হয়েছে আমিরকে।"
প্রায় আড়াই ঘণ্টার কসরতে আমিরকে নতুন লুক দিয়েছেন মিকি। "আইলাইনার, আইশ্যাডো, লিপস্টিক সবকিছুই ব্যবহার করা হয়েছে মেকআপে। আমিরের চোখদুটো খুবই সুন্দর। আমি তাই চোখের ওপরই বেশি জোর দিয়েছি। স্মোকি লুক আর কার্লড আইশ্যাডো মেকআপে অন্য মাত্রা এনেছে। যদিও আমির খুই অস্বস্তিতে পড়েছেন," জানালেন মিকি।
First Published: Wednesday, March 20, 2013, 17:28