Last Updated: Wednesday, March 20, 2013, 17:28
আঠেরো বছর আগে প্রথমবার পর্দায় মহিলার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। বাজি ছবিতে ক্যাবারে ডান্সারের ভূমিকায় অভিনয়ের জন্য সারা শরীরে ওয়াক্স করেছিলেন আমির। এরপর ২০০৫ ও ২০০৮। দু`বার দুটি টেলিভিশন কর্মাশিয়ালে মহিলার পোশাকে দেখা গেছে আমিরকে। আরও একবার কর্মাশিয়ালের জন্য মহিলা সাজলেন আমির।