ফের কৃষক আত্মহত্যা

ফের কৃষক আত্মহত্যা

ফের কৃষক আত্মহত্যাফের রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল। মৃত ভূতনাথ পালের বাড়ি বর্ধমানের কেতুগ্রামের কৌরিতে। শুক্রবার রাতে বাড়ির পাশে গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ৫২ বছরের ভূতনাথ পাল। ধান বিক্রি করতে না-পারায় তিনি আত্মঘাতী হয়েছেন মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে। আজ সকালে ভূতনাথ পালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুই বিঘা জমি ছিল ভূতনাথ পালের। ধান বিক্রি করতে না-পারায় বেশকিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই নিয়ে গত ৮ মাসে রাজ্যে মোট ২৭ জন কৃষক আত্মঘাতী হলেন।    

First Published: Saturday, January 28, 2012, 10:06


comments powered by Disqus