Last Updated: Thursday, January 19, 2012, 17:15
রাজ্য জুড়েই ধানের সঠিক মূল্য পাচ্ছেন না কৃষকরা। রাজ্যে গত ৮ মাসে ২৪ জন কৃষকের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটল। ফলে মহাজনী দেনা শোধ করতে না-পেরে প্রায় প্রতিদিনই আত্মঘাতী হচ্ছেন কৃষক। অথচ, ভরা সভায় মুখ্যমন্ত্রীর দাবি, `একজন চাষিও মরেনি। যারা মরেছে তাদের নাম চাষি হিসাবে সরকারি খাতায় নথিভুক্ত নেই।`