Last Updated: September 27, 2011 22:49

কয়েকদিন আগেই তিনদিন ধরে অনশনে বসেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই সদভাবনা অনশন কর্মসূচিতে কত খরচ হয়েছে তা জানতে চেয়েছেন রাজ্যপাল কমলা বেনিওয়াল।
গুজরাটে প্রাক্তন বিজেপি নেতা গোর্ধন জাফাদিয়া রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে চান।
তার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের এই নির্দেশ। প্রসঙ্গত, গোর্ধন জাফাদিয়া মোদী সরকারেরই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
কিন্তু বিভিন্ন ইস্যুতে মোদীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকায় বিজেপি ছেড়ে নতুন দল তৈরি করেছেন জাফাদিয়া।
গুজরাট বিশ্ববিদ্যালয়ের যে হলে মোদী অনশনে বসেছিলেন তার রোজকার ভাড়া পাঁচ লক্ষ টাকা।
রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবকে চিঠি দিয়ে পুরো খরচের হিসেব দিতে বলেছেন রাজ্যপাল বেনিওয়াল।
কংগ্রেস নেতা শংকর সিং বাঘেলা অভিযোগ করেছিলেন, সদভাবনার নামে মানুষের টাকা নয়ছয়ট করছেন নরেন্দ্র মোদী।
First Published: Tuesday, September 27, 2011, 23:21